Description
ডায়াবেটিস রোগীর নিত্যদিনের খাবার দাবার, ব্যায়াম এবং ঔষুধ বা ইনসুলিন গ্রহণের নিয়ম কানুন অবহিত থাকা প্রত্যেক ডায়াবেটিস রোগীর জন্য অত্যাবশ্যক। ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেটি সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য রোগীকে এই রোগ সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করতে হয়- যা কিনা ডায়াবেটিস রোগের চিকিৎসার একটি অংশ।
ডায়াবেটিস সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও জীবন যাপনের নিয়ম কানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে ডায়াবেটিস জনিত ছোটখাট সমস্যায় ডাক্তারের প্রতি রোগীর নির্ভরশীলতা কমে যাবে। এর ফলে জীবন হবে আরো সহজ ও শংকা মুক্ত। এ ছাড়া রোগের পরবর্তী জটিলতা এড়ানো সম্ভব হবে যদি রোগীকে এ রোগ সম্পর্কে শতভাগ সচেতন করে তোলা যায়।
সহজবোধ্য ভাষায় সবিস্তারে এসবই আলোচনা করা হয়েছে এ বইয়ে। বইটির আদ্যোপান্ত পাঠ করে ডায়াবেটিসের রোগী নিজেই হয়ে উঠতে পারেন ডায়াবেটিসের ডাক্তার। যাতে করে তারা নিজেরাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন, ডায়াবেটিস জনিত নানা সমস্যা মোকাবেলা করতে পারেন এবং স্বাভাবিক জীবন উপভোগ করতে পারেন।
Mahmud Hasan –
Thank you very much Dr. Morshed.
Really a solid guide for diabetes patient. I personally recommend everyone who have/ someone in family have diabetes to get this book.
This is a must have book for all diabetes patients.
Thanks again for your great efforts.